মাত্র ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর! জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে আচমকাই মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়। প্রাথমিকভাবে গরমের হাত থেকে স্বস্তি মিললেও, দেখা যায় প্রবল ঝড়ে কোনও বাড়ির চাল উড়ে গিয়েছে, কোথাও’বা গোটা বাড়িই ভেঙে পড়েছে। বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
এই পরিস্থিতিতে রাতে কোনক্রমে পাকা বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান বহু বাসিন্দা। শুক্রবার সকালে দেখা যায়, গোটা এলাকার কার্যত বিধ্বস্ত চেহারা। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কর্তারা। ত্রিপল, খাবার সহ ত্রাণসামগ্রী বিলি করা হয় এলাকার মানুষের মধ্যে। দ্রুত ঝড়ে বিধ্বস্ত বাড়ি-ঘর মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।