Sambad Samakal

Resignation: পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা অমরিন্দরের

Sep 18, 2021 @ 6:06 pm
Resignation: পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা অমরিন্দরের

টানাপোড়েন চলছিলই। শনিবার সকালেই অপমান মেনে নেবেন না বলে কার্যত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপর বিকেলেই আচমকা মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন তিনি।

রাজ্যপালের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও ইস্তফাপত্র পাঠিয়েছেন ক্যাপ্টেন। ইস্তফা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি গিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ৫২ বছরের রাজনৈতিক জীবন। পাশাপাশি সাড়ে ৯ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেছি। আপাতত আমার অনুরাগী ও সমর্থকদেরই দ্বারস্থ হব পরের কর্মসূচি ঠিক করতে। তারা যা বলবেন, সেই অনুযায়ী পরের ভাবনা।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে চিঠিতে অভিযোগ জানিয়েছিলেন ৬০ জন কংগ্রেস বিধায়ক। অমরিন্দরকে না সরালে কংগ্রেস ছেড়ে আপে যোগদানের হুমকিও দিয়েছিলেন তাঁরা। এই নিয়েই চলছিল সংঘাত।

Related Articles