Sambad Samakal

Bhabanipur: রাজনীতির বিভেদ ভুলে চায়ের ভাঁড়ে সৌজন্য ফিরহাদের

Sep 30, 2021 @ 11:36 am
Bhabanipur: রাজনীতির বিভেদ ভুলে চায়ের ভাঁড়ে সৌজন্য ফিরহাদের

চায়ের ভাঁড়ে ঘুঁচে গেল রাজনীতির বিভেদ। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস যখন ভবানীপুরের প্রতি বুথের ২০ মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস পতাকা লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনছেন, তখনই এলাকার সিপিএম কর্মীদের সঙ্গে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিতে দেখা গেল রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ভোটের সকালে চায়ের ভাঁড়েই সৌ জন্যের নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যুদ্ধের অন্যতম এই সেনাপতি। এবিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “ওরা পাড়ার ছেলে, এখানে রাজনীতি নেই।”

অন্যদিকে, এদিন ভোট শুরু হওয়ার পরই ভবানীপুরে গুরুদ্বারের সামনে ১৪৪ ধারা লঙ্ঘন করে জমায়েতের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তার আগে অন্য একটি ভোটকেন্দ্রে বুথ জ্যামের অভিযোগও তুলেছিলেন প্রিয়ঙ্কা। সেই অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এবার বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে ফিরহাদ হাকিমের কটাক্ষ, “বুথ জ্যামের অভিযোগ ভুল দেখে এবার নতুন অভিযোগ করেছেন। কমিশনই দেখবে। উনি সকাল থেকেই কমিশনকে পাগল করে দেওয়া শুরু করেছেন। কারণ, উনি জানেন উনি হারবেন। নাচতে না জানলে উঠোন বাঁকা। ভবানীপুরে এসব হয় না। মানুষ নিজের ভোট নিজেই দেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *