Sambad Samakal

Lakhsmi Puja: কোজাগরী লক্ষ্মীপুজোয় যে ১০ টোটকায় ফিরবে ভাগ্য

Oct 20, 2021 @ 5:07 am
Lakhsmi Puja: কোজাগরী লক্ষ্মীপুজোয় যে ১০ টোটকায় ফিরবে ভাগ্য

তিথি অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই। তবে ঊষা পেয়েছে বুধবার। তাই শাস্ত্র মতে লক্ষ্মী পুজোর জন্য বেশি আদর্শ এদিনই। জানেন কি, এমন কিছু টোটকা আছে, আজকের এই বিশেষ দিনে যা মেনে চললে সৌভাগ্য নিজে থেকে এসে ধরা দেবে আপনার জীবনে। একনজরে জেনে নিন টোটকাগুলি।

১)সারা বছর মা লক্ষ্মীর কৃপা পেতে লক্ষ্মীপুজোর সঙ্গে নারায়ণ পুজো অবশ্যই করুন।

২) মা লক্ষ্মীর পুজোয় পদ্ম এবং অপরাজিতা ফুল অর্পণ করুন।

৩) কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোয় ধানের শীষ অবশ্যই অর্পণ করুন।

৪) মা লক্ষ্মীর কাছে কড়ি রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

৫) পূর্ণিমা থাকাকালীন পায়েস রান্না করে মা লক্ষ্মীর সামনে ঢেকে রেখে দিন এবং পরের দিন সেই পায়েস বাড়ির সকল সদস্যরা খান। এতে সংসারে আয় বৃদ্ধি পাবে।

৬) কোজাগরী পূর্ণিমার সন্ধ্যায় হাতে একটা লবঙ্গ এবং একটা এলাচ নিয়ে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন আর ১০৮ বার লক্ষ্মী মন্ত্র জপ করুন। তার পর সেই লবঙ্গ এবং এলাচ হলুদ কাপড়ে মুড়ে ক্যাশবাক্সে রেখে দিন। এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। মন্ত্র– ওঁ মহালক্ষ্মী দেবী নম।।

৭) পূর্ণিমা চলাকালীন তুলসী গাছের পুজো করা অবশ্য কর্তব্য।

৮) মা লক্ষ্মীকে ক্ষীরের মিষ্টান্ন প্রদান করুন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়।

৯) কোজাগরী পূর্ণিমায় গঙ্গা স্নান করুন।

১০) পূর্ণিমায় রাত জাগলে বিশেষ সুফল পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *