Sambad Samakal

Covid: টিকার দুটি ডোজ নিয়েও ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত ১৬৩

Oct 21, 2021 @ 9:12 pm
Covid: টিকার দুটি ডোজ নিয়েও ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত ১৬৩

স্বপ্নরেখা সেনশর্মা

পুজোয় করোনা বিধি উপেক্ষা করে মাস্ক না পরার ভয়াবহ প্রতিক্রিয়া শুরু হলো এবার কলকাতায়। মাত্র ২৪ ঘন্টায় মহানগর জোনে নতুন করে আরও ২৬০ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলল। তাৎপর্যপূর্ণ তথ্য হল, পুরসভার রিপোর্টে এই কোভিড আক্রান্তদের মধ্যে ২০১ জনই উপসর্গহীন। আর মাত্র ৫৯ জনের শরীরে উপসর্গ দেখা গিয়েছে। আরও ভয়াবহ তথ্য হল, ২৬০ জন আক্রান্তর মধ্যে টিকার দুটি ডোজ নিয়েছেন ১৬৩ জন। এর মধ্যে অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুর চিকিৎসকরা দাবি করছেন, টিকার দুটি ডোজ নেওয়ার জন্যই ১২০ জনের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। প্রখ্যাত চিকিৎসক শ্যামাসিস বন্দ্যোপাধ্যায় এই তথ্য উল্লেখ করেই বলছেন, “টিকা নিলেও কোভিড হতে পারে, কিন্তু তা অধিকাংশ ক্ষেত্রে ভয়াবহ হবে না। এটা সবসময় আমরা বলে আসছি। তাই যাঁরা দুটি ডোজ নিয়েছি বলে মাস্ক না পরে ভিড়ের মধ্যে ঘুরেছেন, তারাই অনেকে।সংক্রমিত হচ্ছেন।” শুধু তাই নয়, পুরসভার রিপোর্টে স্পষ্ট, কোভিশিল্ড বা কোভাক্সিন, যে টিকাই নিন না কেন, তার কোভিড হতেই পারে। দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত ১৬৩ জনের মধ্যে কোভিশিল্ড নিয়েছেন ১৩৭ জন এবং কোভাক্সিন নিয়েছিলেন ২৩ জন। কলকাতার করোনা সংক্রমণের এই নয়া তথ্য তুলে ধরে বৃহস্পতিবার পুরভবনে বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান,”উপসর্গহীন ২০১ জন রোগীই আমাদের কাছে ভয়ের। কারণ, এরাই মাস্কহীন হয়ে জনমানসে ঘুরে বেড়াচ্ছেন। কোভিডবিধি না মানায় ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন।” পুরসভা অবশ্য সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত পেয়েই স্বাস্থ্যকর্মীদের ছুটি বাড়িল করে গত মঙ্গলবার থেকে ফের টিকাকরন ও কোভিড পরীক্ষায় জোর দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *