Sambad Samakal

East Midnapur: টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পূর্ব মেদিনীপুরের সবজি চাষিরা

Oct 21, 2021 @ 10:05 pm
East Midnapur: টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পূর্ব মেদিনীপুরের সবজি চাষিরা

বিজয়া দশমীর পর থেকেই প্রবল বর্ষন চলছিল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও মাথায় হাত পড়েছে পূর্ব মেদিনীপুরের সবজি চাষিদের। বৃষ্টির জলে একাধিক ফসলের ক্ষেত কার্যত ভেসে গিয়েছে। ফলে বিপুল ক্ষতির মুখোমুখি চাষিরা।

কেলেঘাই নদীর জল ভাসিয়ে দিয়েছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, কাশীপুরের বিস্তীর্ণ এলাকা। মূলত বিভিন্ন ধরনের সবজির ক্ষেত রয়েছে এই সমস্ত এলাকায়। কৃষকদের দাবি, বৃষ্টির ফলে সমস্ত ফসলের গোড়ায় জল জমে পচন ধরতে শুরু করেছে। বিশেষত উচ্ছে, বেগুন, কাঁচা লঙ্কা, ঝিঙে সহ সমস্ত ফসলই প্রায় নষ্ট হতে বসেছে। কাঁথি, এগরা হয়ে এই সমস্ত ফসল সাধারণত শহর ও শহরতলীর বাজারগুলোতো আসে। ফলে জোগান কমে যাওয়ায়, শহরের সবজি বাজারেও অগ্নিমূল্য হচ্ছে আনাজপাতির দাম। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *