Sambad Samakal

Lakshmir Bhandar: রাজ্যে ১ কোটির গন্ডি ছাড়াল লক্ষ্মীর ভাণ্ডার

Oct 22, 2021 @ 7:05 pm
Lakshmir Bhandar: রাজ্যে ১ কোটির গন্ডি ছাড়াল লক্ষ্মীর ভাণ্ডার

উৎসবের মরসুমে রাজ্যের মহিলাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন। আজ, শুক্রবার রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃতের সংখ্যা ১ কোটি ছাড়াল। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নবান্ন থেকে এই তথ্য জানিয়েছেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এ রাজ্যের বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে পাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসিক ৫০০ টাকা করে পাচ্ছেন। সেপ্টেম্বর ও অক্টোবর এই দু’মাসের টাকা এক সাথে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলেও জানান মুখ্য সচিব। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকার ১ হাজার ৮২ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫৯ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার টাকা পৌঁছে দিতে জেলাশাসকদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশও দেন জেলাশাসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *