Sambad Samakal

Mobile In Stomach: পেটের ভেতরে আস্ত ফোন, ৬ মাস পরে বেরল অস্ত্রোপচারে

Oct 23, 2021 @ 11:27 pm
Mobile In Stomach: পেটের ভেতরে আস্ত ফোন, ৬ মাস পরে বেরল অস্ত্রোপচারে

ভুল করে গিলে ফেলেছিলেন আস্ত একটা মোবাইল ফোন। আর সেই কথা লজ্জায় কাউকে বলতে পারেননি। ৬ মাস পরে পেটের ভেতর থেকে অস্ত্রোপচার করে সেই মোবাইল ফোন বের করে আনলেন চিকিৎসকরা। অবাক করা এই ঘটনা ঘটেছে মিশরের একটি হাসপাতালে।

জানা গেছে, ওই ব্যক্তি এক দিন নিজের ভুলেই মোবাইলটি গিলে ফেলেন। ফলে পেটের ভেতরে রয়ে যায় সেটি। তাঁর আশা ছিল, কিছুদিন পরে মোবাইলটি রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বেড়িয়ে যাবে। কিন্তু তা ঘটেনি। দীর্ঘদিন পেটের ভেতরে একটি বাইরের বস্তু থাকার ফলে মারাত্বক সংক্রমণ ছড়ায়। পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই রোগীর স্ক্যান করানোর পর সব বুঝতে পেরে চোখ কপালে ওঠার জোগাড় হয় চিকিৎসকদের।

শেষ পর্যন্ত একটি অস্ত্রোপচার করে সেই মোবাইলটি বের করেন চিকিৎসকরা। মিশরের আসওয়ান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের অভিজ্ঞতা তাঁদের এই প্রথম। বর্তমানে অস্ত্রোপচারের পর অনেকটাই ভালো আছেন ওই ব্যক্তি। খাদ্যগ্রহণ, রেচনপ্রক্রিয়া সহ সব কিছুই এখন স্বাভাবিক ভাবে কাজ করতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *