Sambad Samakal

Scool Reopen: দিল্লিতে সব ক্লাসের জন্যই খুলছে দরজা

Oct 27, 2021 @ 4:22 pm
Scool Reopen: দিল্লিতে সব ক্লাসের জন্যই খুলছে দরজা

বাংলার পথে হেঁটেই দিল্লিতে সব সরকার পরিচালিত স্কুলে সব ক্লাসের পঠন-পাঠন শুরু হতে যাচ্ছে আগামী সোমবার থেকে। তবে দিল্লিতে রয়েছে অভিনবত্ব। দিল্লির শিক্ষা তথা উপমুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়া জানিয়েছেন দিল্লির স্কুলগুলিতে ক্লাস হবে হাইব্রিড মোডে। অর্থাৎ ফিজিক্যাল ও ভার্চুয়াল দুই মোডেই চলবে পড়াশোনা।

আপাতত শ্রেণিকক্ষে ৫০ শতাংশর বেশি ছাত্র আসতে পারবে না। ক্লাসরুমের পাশাপাশি অনলাইনেও চলবে পাঠদান। ছাত্র ও অভিভাবকদের জোর করা হবে না স্কুলে আসার জন্য। সব মিলিয়ে স্কুল খোলা নিয়েও অভিনবত্বের ছোঁয়া রাখল দিল্লির সরকারি স্কুলের ভোল বদলে দেওয়া কেজরিওয়াল সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *