Sambad Samakal

Pegasus Gate Scam: সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি গড়ে সরকারকে কড়া বার্তা দিল

Oct 27, 2021 @ 11:49 am
Pegasus Gate Scam: সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি গড়ে সরকারকে কড়া বার্তা দিল

ফোনে আড়ি পাতা সংক্রান্ত সফ্টওয়্যার ব্যবহার নিয়ে সরকারের হলফনামায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। তাই পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরভি রবিন্দ্রনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল। কমিটিতে একজন আইপিএস অফিসার এবং জাতীয় ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন। কমিটি দু’ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে পরবর্তী শুনানিতে পেশ করবে।

সুপ্রিম কোর্ট মনে করে এভাবে ফোনে আড়ি পাতা নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করে। আদালত রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করবে না কিন্তু এভাবে পূর্ণাঙ্গ তথ্য ছাড়া হলফনামা পেশ করলে আদালত মূক ও বধির হয়ে থাকতে পারে না বলে বিচারপতিরা হুঁশিয়ারি দেন। উল্লেখ্য এক অন্তর্তদন্তে উঠে আসে সরকার বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাততে সরকার ইসরায়েলের পেগাসাস স্নুপিং সফ্টওয়্যার ব্যবহার করছিল। এই নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা, সিপিআইএম সাংসদ জন ব্রিট্টাস ও এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *