Sambad Samakal

Local Train: শিকেয় দূরত্ববিধি, ৫০ শতাংশের নিয়ম উড়িয়েই চালু লোকাল ট্রেন

Oct 31, 2021 @ 2:08 pm
Local Train: শিকেয় দূরত্ববিধি, ৫০ শতাংশের নিয়ম উড়িয়েই চালু লোকাল ট্রেন

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ, রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ফের চালু হল লোকাল ট্রেন পরিষেবা৷ কিন্তু প্রথম দিনেই যাবতীয় করোনা বিধি নিষেধ শিকেয় তুলে বাদুর ঝোলা ভিড় লক্ষ্য করা গেল শিয়ালদহ-হাওড়া দুই শাখাতেই।

আজ রবিবার ছুটির দিন হওয়ায়, অধিকাংশ অফিস যাত্রী রাস্তায় বেরোন নি। তা সত্ত্বেও গড়িয়া থেকে বারুইপুর সব লাইনের ট্রেনেই ব্যাপক ভিড়। রেলের পক্ষ থেকে রাজ্যকে জানানো হয়েছিল, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর জন্য তারা প্রস্তুত। কিন্তু এদিন স্টেশনগুলোতে ভালো মাত্রায় আরপিএফ ও জিআরপি থাকলেও, ভিড় নিয়ন্ত্রণ করতে তারা কার্যত নিধিরাম সর্দার। কিছু স্টেশনে দেখা গেল আরপিএফ কর্মীরা জোর করেই মাস্ক পরতে বাধ্য করছেন অনেককে। শিয়ালদহ উত্তর শাখায় দমদম, বেলঘরিয়া, নৈহাটিতে চেনা ভিড় চোখে পরেছে।

রবিবার ছুটির দিনে এই পরিস্থিতি হলে, আগামী কাল সোমবার কাজের দিনে ভিড় কী করে নিয়ন্ত্রণ করা হবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *