Sambad Samakal

Cable TV: ডিসেম্বরেই বাড়তে পারে কেবল টিভির খরচ

Nov 6, 2021 @ 1:30 pm
Cable TV: ডিসেম্বরেই বাড়তে পারে কেবল টিভির খরচ

কেবল টিভি গ্রাহকদের জন্য অশনি সঙ্গেত। এক ধাক্কায় ফের অনেকটা বাড়তে পারে টিভি দেখার খরচ। আগামী ১ ডিসেম্বর থেকে সমস্ত টিভি চ্যানেলের দাম নতুন করে নির্ধারণ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। জনপ্রিয় চ্যানেলগুলোর দাম ৩০ থেকে ৫০ শতাংশ বাড়ানোর জন্য চাপ তৈরী করছে টেলিভিশন চ্যানেলগুলি।

এখন থেকে নির্দিষ্ট প্যাকেজের বাইরে জনপ্রিয় চ্যানেলগুলো কিনতে হতে পারে আপনাকে। সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি অনেকটা বেড়ে যাবে বলে আশঙ্কা করছে কেবল অপারেটররা। যদিও বিষয়টি এখনও দেশের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বাড়ায়, কেবল টিভির ওপর থেকে মানুষের আগ্রহ কিছুটা হলেও কমেছে। এর মধ্যে ফের যদি দাম বাড়ে, তাহলে তাহলে একটা বড় অংশের গ্রাহক কেবল কানেকশন ছেড়ে দিতে পারে বলে মনে করছে বিনোদন বিশেষজ্ঞরা। আবার দীর্ঘদিন সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্স কোভিড সতর্কতায় প্রায় স্থবির। এই পরিস্থিতিতে টিভি দেখার খরচ বাড়লে ঘরবন্দি মানুষ বাড়তি খরচ করতে দ্বিধা করবেন না এমনই আশা টিভি চ্যানেল কর্তৃপক্ষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *