Sambad Samakal

KIBF: মুজিব জন্ম শতবর্ষকে স্মরণ করে এবার কলকাতা বইমেলার থিম ‘বাংলাদেশ’

Nov 12, 2021 @ 5:19 pm
KIBF: মুজিব জন্ম শতবর্ষকে স্মরণ করে এবার কলকাতা বইমেলার থিম ‘বাংলাদেশ’

করোনা আবহে দু’ বছর পর, কলকাতার বই প্রেমীদের জন্য সুখবর। ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম হতে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছরের কথা মাথায় রেখেই এই থিম নির্বাচন করা হয়েছে বলে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলার উদ্বোধন করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোভিড বিধি মেনে বইমেলায় প্রবেশের জন্য একাধিক নিয়ম কার্যকর করতে চলেছে গিল্ড। মেলায় ঢোকার জন্য মাস্ক বাধ্যতামূলক, সাথেই ই-পাসের ব্যবস্থাও থাকতে পারে। বইমেলার মন্ডপগুলি খোলামেলা করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থাকে।

২০২১ সালের বইমেলায় সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত সহ অন্যান্যদের স্মরণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য বছরের মতই লিটারেচার ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *