Sambad Samakal

Marraige: ৫০ বছর ধরে এই গ্রামের কোনও পুরুষের বিয়ে হয়নি, কেন জানেন?

Nov 12, 2021 @ 9:37 am
Marraige: ৫০ বছর ধরে এই গ্রামের কোনও পুরুষের বিয়ে হয়নি, কেন জানেন?

এই গ্রামের পুরুষদের ৫০ বছর ধরে বিয়ে হয়নি। অবিশ্বাস্য শুনতে লাগলেও, বছর চারেক আগে এই রকমই পরিস্থিতি ছিল বিহারের বারওয়াল কালা গ্রামের। গ্রামে থাকা মোট ৪০০ পরিবারের মধ্যে প্রাপ্তবয়স্ক অবিবাহিত পুরুষের সংখ্যা ছিল ১২১ জন।

কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল? জানা যায়, বারওয়াল কালা গ্রামটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় যাতায়াতের কোনও রাস্তা ছিল না। তাই আশেপাশের গ্রাম থেকে বিয়ে করে কোনও মেয়ে এখানে থাকতে চাইত না। এমনকী, গ্রামের মেয়েরাও অন্য এলাকায় বিয়ে করে চলে যেত।

এরপরে অবস্থা বদলাতে হাত লাগান গ্রামের বাসিন্দারাই। পাহাড়ি রাস্তা কেটে নিজেরাই গ্রামে আসা যাওয়ার রাস্তা তৈরি করেন। ২০১৭ সালে সেই নতুন রাস্তা হওয়ার পরে গ্রামের এক যুবক বিয়ে করে ঘরে বউ আনেন। কিন্তু এখনও ওই গ্রামের অধিকাংশ বিবাহযোগ্য পুরুষই অবিবাহিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *