Sambad Samakal

Cleaning Tips: কীভাবে পরিষ্কার করবেন পাখার ধুলো-ময়লা?

Nov 13, 2021 @ 3:25 am
Cleaning Tips: কীভাবে পরিষ্কার করবেন পাখার ধুলো-ময়লা?

পাখায় ধুলো জমেছে? একদিকে যেমন কমে গেছে হওয়া, তেমনই পক্ষ চালালে ধুলো ময়লা বিছানায় উড়ে এসে পড়ছে? ভাবছেন চটজলদি পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন সহজ টিপস।

১) সাবান জল দিয়ে পাখা পরিষ্কার করতে পারেন। আগে অবশ্যই বাড়ির বৈদ্যুতিক লাইন বন্ধ করে নিন। প্রথমে একটি ঝাড়ু দিয়ে পাখার ব্লেডগুলো পরিষ্কার করুন। এবার জলে সামান্য সাবান মিশিয়ে নিয়ে একটি কাপড়ে ডুবিয়ে নিন। হাল্কা করে কাপড়টা নিঙড়ে নিন এবং ব্লেডগুলো মুছে পরিষ্কার করুন।

২) পাখা পরিষ্কারের আরও একটি পদ্ধতি রয়েছে। প্রথমে পুরনো বালিশের কভার নিন। সিন্থেটিক কভার ব্যবহার করতে পারলে বেশি ভালো। কভারটি পাখার ব্লেডে লাগিয়ে দিন। এবার কভারটি ধরে ব্লেডের বাইরের দিকে টানুন। এতে পাখার ব্লেডে থাকা সব ময়লা বালিশের কভারের মধ্যে গিয়ে পড়বে। এই উপায়ে প্রত্যেকটি ব্লেড অন্তত তিন বার করে পরিষ্কার করুন। শুকনো বালিশের কভারে যদি ঠিকমতো কাজ না হয়, তা হলে কভারটি সাবান মেশানো জলে ভিজিয়ে টানুন। পাখা খুব ভালো পরিষ্কার হবে এই পদ্ধতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *