Sambad Samakal

Firm Laws: কেন্দ্রীয় ক্যাবিনেটে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশের পর কী বললেন টিকায়েত?

Nov 24, 2021 @ 2:03 pm
Firm Laws: কেন্দ্রীয় ক্যাবিনেটে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশের পর কী বললেন টিকায়েত?

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হয়ে গেল। গত সপ্তাহের শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ক্যাবিনেট প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সিলমোহর দিয়ে দিল। ওয়াকিবহাল মহলের মতে, ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনেই বিষয়টি চূড়ান্ত রূপ নেবে।

যদিও কেন্দ্রীয় ক্যাবিনেট কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরুর দিনই কমপক্ষে ৬০টি ট্রাক্টর নিয়ে সংসদ অভিযান করা হবে। যতক্ষণ না ন্যূনতম সহায়ক মূল্যের আইন কেন্দ্র নিয়ে আসছে, ততক্ষণ আন্দোলন চলবে বলেই দাবি কৃষক নেতাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *