Sambad Samakal

Farm Laws: আইন বাতিল হওয়ার পর টিকায়েতের দাবি

Nov 29, 2021 @ 6:18 pm
Farm Laws: আইন বাতিল হওয়ার পর টিকায়েতের দাবি

বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের লক্ষ্যে নতুন বিল সোমবার আলোচনা ছাড়াই লোকসভায় গৃহিত হয়েছে। কিন্তু এখানেই থামতে চান না ভারতীয় কিশান ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। সংসদে বিল পেশ হওয়ার পরেও সংশয়ে রয়েছেন কৃষক নেতা। তিনি জানিয়েছেন, “আগে রাষ্ট্রপতির স্ট্যাম্প লাগুক তারপর আলোচনা হবে এমএসপি নিয়ে। ৭৫০ কৃষকের মৃত্যু নিয়ে। শুধু তাই নয় বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রে আন্দোলন চলার সময় কৃষকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা নিয়েও আলোচনা করতে হবে।”

দীর্ঘ আন্দোলনের মূল দাবি কেন্দ্র মেনে নিলেও আন্দোলনের আঁচ নিভে যেতে দিতে চান না টিকায়েত। তাই আন্দোলনের গতি খানিকটা কমলেও পরিস্থিতি সবটা সরকারের অনুকূলে নেই তা কৃষক নেতার কথায় স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *