Sambad Samakal

Cyclone Jawad: জাওয়াদ মোকাবিলায় কেন্দ্র-রাজ্য প্রস্তুতি তুঙ্গে

Dec 2, 2021 @ 5:57 pm
Cyclone Jawad: জাওয়াদ মোকাবিলায় কেন্দ্র-রাজ্য প্রস্তুতি তুঙ্গে

শনিবার সকালেই ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পরতে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই ঘূর্ণিঝড়ের বিপর্যয় থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র ও রাজ্য। বৃহস্পতিবার বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাওয়াদ মোকাবিলায় সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। মূলত অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। তাই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের একাধিক দল তৈরি রাখা হয়েছে।

অন্যদিকে, এই ঘূর্ণিঝড়ের বেশ কিছুটা প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। সন্ধ্যেবেলা রাজ্যের সমস্ত উপকূলবর্তী জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। চাষীদের দ্রুত ধান কেটে ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ও এনডিআরএফ-এর প্রায় ৮টি দলকে তৈরি রাখা হয়েছে যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *