Sambad Samakal

Mamata: সংসদে সাংবাদিকদের অধিকার খর্বে প্রতিবাদপত্র মমতার

Dec 2, 2021 @ 6:55 pm
Mamata: সংসদে সাংবাদিকদের অধিকার খর্বে প্রতিবাদপত্র মমতার

সংসদে চলতি শীতকালীন অধিবেশনে সাংবাদিকদের অধিকার খর্বের প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতিপত্র তুলে দেন তৃণমূল সাংসd ডেরেক ও’ব্রায়েন। সংসদে যাতে স্বাভাবিক ভাবে ও বিনা বাধায় সাংবাদিকরা কাজ করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার দাবি তোলা হয়েছে কেন্দ্রের কাছে। এমনকী ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার করুণ অবস্থার কথাও তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে সাংবাদিকদের গতিবিধি অনেকটাই নিয়ন্ত্রিত করা হয়েছে। হাতে গোনা কয়েকজন সাংবাদিক সংসদে প্রবেশ করে কাজ করার সুযোগ পাচ্ছেন। সরকারের এই নতুন নিয়মের বিরুদ্ধে বিভিন্ন মহলে ইতিমধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *