Sambad Samakal

Omicron: ওমিক্রনের ত্রাস বাড়তে থাকা উদ্বেগে আসছে নতুন বছর

Dec 31, 2021 @ 10:00 am
Omicron: ওমিক্রনের ত্রাস বাড়তে থাকা উদ্বেগে আসছে নতুন বছর

ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ১২৭০ ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। শুধু মহারাষ্ট্রেই গতকাল ১৯৮ জন নতুন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। দাবানলের গতিতে ছড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেন। মুম্বইতে বর্ষবরণের সব ধরনের পার্টি বাতিল করার আদেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে সরকার এখনও ‘ধীরে চলো নীতি’ নিয়েছে। এদিকে কোভিড সংক্রমণ বুধবারের চাইতে ৩৭ শতাংশ বেড়েছে গোটা দেশে।

সম্প্রতি বড়দিনের আগের রাতে কলকাতায় পার্কস্ট্রিটে জনপ্লাবন দেখে আতঙ্কিত রাজ্যের চিকিৎসকেরাও। বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় আতঙ্কিত, “পার্কস্ট্রিটে যা ভিড় হয়েছে ২৪ ডিসেম্বর রাতে তা যদি ফের ৩১ ডিসেম্বর রাতেও দেখা যায় তাহলে ভয়ের বিষয়। ডেলটা ও ওমিক্রনের যৌথ আক্রমণের সামনে রয়েছি আমরা। তাই ভিড় এড়িয়ে যাওয়াই সংক্রমণ থেকে বাঁচার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।”

পরিস্থিতি বেশ জটিল মুম্বই তথা মহারাষ্ট্রেও। একদিনে প্রায় ২০০ ওমিক্রন আক্রান্ত কেস রাজ্যে পাওয়াতে নড়ে বসেছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। প্রতিটি ওয়ার্ডে জরুরি ভিত্তিতে ওয়্যার রুম খুলেছে পুর নিগম। রাজ্য সরকারও নজর রেখে চলেছে। অনেকেই ফের লকডাউনের আশঙ্কা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *