Sambad Samakal

WBPSC: তথ্য ও সংস্কৃতি দফতরে নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

Jan 2, 2022 @ 5:49 pm
WBPSC: তথ্য ও সংস্কৃতি দফতরে নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

সম্প্রতি রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Public Service Commission বা WBPSC। ইচ্ছুক প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইট wbpsc.gov.in-এ নিজেদের আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা করার শেষ তারিখ ১৯ জানুয়ারি ২০২২। পদের নাম ও শূন্যপদের সংখ্যা: প্রটোকল অফিসার- তথ্য ও সংস্কৃতি দফতরে একটি পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। প্রোটোকল ও পাবলিক রিলেশনের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাংবাদিকতা/ ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি থাকলে অগ্রাধিকার। বাংলা ছাড়াও, ইংরেজি, হিন্দি, নেপালি অথবা অন্য কোনও বিদেশি ভাষায় পারদর্শী হতে হবে প্রার্থীকে। বয়সের ঊর্ধ্বসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৭-এর মধ্যে। আবেদনের ফি: সাধারণ প্রার্থীদের ১৬০ টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে। SC/ST এবং P.W.D প্রার্থীদের আবেদন জমা করার জন্য কোনও ফি দিতে হবে না। যদি অন্য রাজ্যে বসবাসকারী কোনও SC/ST প্রার্থী তাঁদের আবেদন জমা করতে চান, সেক্ষেত্রে তাঁদের আবেদনের ফি-তে ছাড় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *