Sambad Samakal

Musical Instrument: পৃথিবীর সর্বাধিক বিক্রিত বাদ্যযন্ত্র কোনটি জানেন?

Jan 4, 2022 @ 2:57 am
Musical Instrument: পৃথিবীর সর্বাধিক বিক্রিত বাদ্যযন্ত্র কোনটি জানেন?

কোথাও এর নাম হারমোনিকা আবার কোথাও নাম হার্প। কেউ আবার তাকে চেনে মাউথ অর্গ্যান হিসেবে। সকলেই অল্পবিস্তর পরিচিত এই বাদ্যযন্ত্রের সঙ্গে। হ্যাঁ, এটিই পৃথিবীর সর্বাধিক বিক্রিত বাদ্যযন্ত্র। এর নেপথ্যে রয়েছে ইউরোপ ও আমেরিকার ব্যাপক জনপ্রিয়তা। উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপে ব্লুস সঙ্গীতে বহুলভাবে ব্যবহৃত হত মাউথ অর্গ্যান। আমেরিকায় মাউথ অর্গ্যানের যুগ শুরু হয় আরও প্রায় ৫ দশক আগে।

যদিও এই বাদ্যযন্ত্রটির জন্ম চিনে। এক সময় চিন থেকেই পশ্চিমের দেশগুলিতে মাউথ অরগ্যান আমদানি করা হত। ১৯৮৬ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী উৎপাদক সংস্থা হনারের বার্ষিক উৎপাদন ছিল ১০০ কোটি। যা যে কোন বাদ্যযন্ত্রের ক্ষেত্রেই সর্বকালীন রেকর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *