Sambad Samakal

Local Train: বাতিল ভোরের একাধিক ট্রেন, প্রতিবাদে বিক্ষোভ শিয়ালদহের দুই শাখায়!

Jan 5, 2022 @ 11:16 am
Local Train: বাতিল ভোরের একাধিক ট্রেন, প্রতিবাদে বিক্ষোভ শিয়ালদহের দুই শাখায়!

করোনা আবহে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ রয়েছে। তাই শিয়ালদহের উত্তর ও দক্ষিণ উভয় শাখাতেই বাতিল হয়েছে ভোরের একাধিক ট্রেন। আর এই ট্রেন বাতিলের প্রতিবাদ করে বিক্ষোভে নামলেন নিত্যযাত্রীদের একাংশ। বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং লাইনের, তালদি স্টেশনে অবরোধ হয়। এর ফলে আটকে পরে পরপর ৩টি লোকাল ট্রেন।

অন্যদিকে শিয়ালদহ উত্তর শাখায় বনগাঁ লাইনের ঠাকুরনগর স্টেশনে অবরোধ হয়। স্থানীয় ফুল ব্যবসায়ী ও পরিচারিকাদের দাবি, ভোরের ট্রেন না থাকলে তাদের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন চালাতে হবে। যদিও রেলের দাবি, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ীই ভোর ৫টার পর পরিষেবা চালু করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *