Sambad Samakal

Modi-Mamata: বাংলার করোনা পরিস্থিতি নিয়ে কাল বৈঠক মোদি-মমতার

Jan 12, 2022 @ 8:38 pm
Modi-Mamata: বাংলার করোনা পরিস্থিতি নিয়ে কাল বৈঠক মোদি-মমতার

বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবারের কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশের মধ্যে শীর্ষে বাংলা। এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতি নিয়ে আগামী কাল, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার বিকেলে রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ১৯ জনের। ওইদিন কলকাতায় একদিনে আক্রান্ত ছিল ৬৫৬৫ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। বাংলায় এখনও পর্যন্ত ১ লক্ষ পার করোনা আক্রান্ত। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *