বৃহস্পতিবার বিকেলেই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে জলপাইগুড়ির দোমহনি এলাকায়। শুক্রবার সকালেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়েও খোঁজখবর নেন উপস্থিত আধিকারিকদের কাছ থেকে।
রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানান, “কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে লোকোমোটিভের কিছু অংশে ত্রুটি নজরে এসেছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি দুর্ঘটনার মূল করাণ খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন। প্রধানমন্ত্রী স্বয়ং গোটা বিষয় সম্পর্কে খোঁজ রাখছেন। গতকাল রাতের মধ্যেই উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি লাগাতার আধিকারিকদের সঙ্গে যোগাযোগে রয়েছি। এই দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছে, তাঁদের আত্মার শান্তি কামনা করছি।”