আরও বিপাকে পড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। শনিবার অস্ট্রেলিয়ায় ফের আটক হলেন তিনি। শুক্রবারই জকোভিচের ভিসার আবেদন খারিজ করেছে অস্ট্রেলিয়ান সরকার। সেই সঙ্গে ৩ বছরের জন্য সাসপেনশন চাপানো হয়েছে তাঁর ওপর। ভিসার আবেদন করার সময় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে জকোভিচের বিরুদ্ধে।
মেলবোর্নে আটক হওয়ার পরে শনিবার ফের ফেডারেল আদালতে আবেদন করেছেন জোকার। রবিবার জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত সোমবার থেকেই শুরু অস্ট্রেলিয়ান ওপেনের খেলা। আইনি জটিলতার ফলে সেই টুর্নামেন্টে খেলা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ল নোভাক জকোভিচের।