২০২২ সাল থেকে প্রতিবছর ২৩ জানুয়ারি থেকে শুরু হবে দেশের প্রজাতন্ত্র দিবসের উদযাপন। শনিবার সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতি বছর সাধারণত ২৪ জানুয়ারি থেকে শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন, যা চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস।
কেন্দ্র সরকার চাইছে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকেও প্রজাতন্ত্র দিবস উদযাপনের সঙ্গে যুক্ত করতে। ফলে এখন থেকে ভারতীয় প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে ২৩ জানুয়ারি থেকে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করতেই এই উদ্যোগ বলে দাবি কেন্দ্রের।