বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল। রবিবার ভোর ৫টা নাগাদা ট্রেনটি বামগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিক যাচ্ছিল। সেই সময়েই রেল লাইনে বিকট আওয়াজ শুনে এমারজেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। দেখা যায়, রেললাইনের ফিস প্লেটে ফাটল রয়েছে।
এরপরে রেলের কর্মীরা এসে দ্রুত সেই ফাটল সারিয়ে দেন। প্রথমে টাওয়ার ভ্যান চালিয়ে লাইন পরীক্ষা করার পরে লোকাল ট্রেন চালানো হয়। কেন রেললাইনের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীদের এই ফাটল নজর এড়িয়ে গেল, সেই নিয়েই প্রশ্ন উঠছে। ময়নাগুড়ির রেল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এই ঘটনার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশকিছু ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে।