করোনা আক্রান্ত হয়ে এখনও হাসপাতালের আইসিইউতেই রয়েছেন পদ্মশ্রী লতা মঙ্গেশকর। রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আরও বেশ কিছু দিন তাঁকে আইসিইউতে রাখা হবে। আপাতত কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না প্রবীণ এই গায়িকার সঙ্গে। চিকিৎসক ২৪ ঘণ্টা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন।
চিকিৎসক প্রতীত সামদানী জানিয়েছেন, আগের মতই আছেন লতা মঙ্গেশকর। করোনার সঙ্গেই নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি। আরও কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা করাতে হবে লতা মঙ্গেশকরকে।