দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন তিনি। কোন ধরনের দুর্নীতি বা ফৌজদারি অভিযোগ নেই তার বিরুদ্ধে। তাও মেলেনি বিধানসভা ভোটে লড়ার টিকিট। আর সেই রাগে-দুঃখে-অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সমাজবাদী পার্টির নেতা। রবিরবার দুপুরে এই ভয়ানক ঘটনার সাক্ষী রইলেন লখনউয়ে সমাজবাদী পার্টির সদর দফতরের কর্মীরা।
পুলিশ সূত্রে খবর, ওই সমাজবাদী নেতার নাম আদিত্য ঠাকুর। তিনি আলিগড় শাখার এক জন সক্রিয় কর্মী। ভোটে লড়ার টিকিট না পেয়ে রবিবার সকালেই লখনউয়ে সমাজবাদী দলের সদর দফতরের সামনে চলে আসেন তিনি। গায়ে তেল ঢেলে আগুনও লাগিয়ে দেন। পথ চলতি মানুষের তৎপরতায় শেষপর্যন্ত প্রাণ বাঁচে সমাজবাদী কর্মীর। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ভোটের আগে এই ঘটনায় চরম বিড়ম্বনায় পড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।