দেশে করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে ছোটদের টিকাকরণ। ১৫ থেকে ১৮ বছর বয়সীরা বর্তমানে করোনা টিকা নিতে পারছে। এবার পালা ১২ থেকে ১৪ বছর বয়সীদের। কেন্দ্রের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এ কে অরোরা জানিয়েছেন, মার্চ মাসের গোড়া থেকেই শুরু হবে এই টিকাকরণ। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে ৩ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। কেন্দ্রের কোউইন অ্যাপের হিসেব অনুযায়ী, মাত্র ১৩ দিনে ৩ কোটি ৩১ লক্ষ টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। গোটা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস ধরে আরও কয়েক কোটি টিকাকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ।