সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল এখন ইন্দোরে রয়েছেন তাঁর আগামী ছবির শুটিংয়ে। সেখানেই আপাতত পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা। সেলফি পোস্ট করে অনুরাগীদের সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। করোনার জেরে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে ‘টাইগার থ্রি’-র শুটিং। এভাবেই সেই অবসর উপভোগ করছেন ক্যাটরিনা। লক্ষ্মণ উতেকরের আগামী ছবির জন্য প্রায় একমাস ইন্দোরে রয়েছেন ভিকি। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সারা আলি খান।