কোভিড বিধি উড়িয়ে ভার্চুয়াল র্যালির নামে হাজার হাজার সমর্থককে দলিয় কার্যালয়ে ভিড় করে প্রায় জনসভা করার দায়ে সমাজবাদী পার্টিকে শনিবার নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার অখিলেশের দলকে সরাসরি সতর্ক করল কমিশন।
আজ সন্ধ্যায় কমিশন শনিবারের পার্টি অফিসে জনসমাগমকে হাল্কা ভাবে নিতে নারাজ। তাই ভবিষ্যতে যাতে এই ভুল না হয় তার জন্য কড়া বার্তা দিয়েছে কমিশন। আর এই ভুল যাতে ফের না করে য়ার জন্য পার্টিকে সতর্কও করেছে নির্বাচন কমিশন।