রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ ফের লাগাতার ঊর্ধ্বমুখী। গতকালের পরে আজও দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজারের গন্ডি অতিক্রম করল। বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। উদ্বেগ আরও বাড়িয়ে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জন জনের। যার মধ্যে কলকাতার ১৪ জন ও উত্তর চব্বিশ পরগনার ৮ জন রয়েছেন।
এই মুহূর্তে রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৬.৯৮ শতাংশে। অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৭০২ জন। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৪ জন ও উত্তর চব্বিশ পরগনায় ১ হাজার ৭৯৮ জন।