সোমনাথ লাহা
অনেক বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডনকে। সৌজন্যে অবশ্যই ‘কেজিএফ চ্যাপ্টার টু’। শোনা যাচ্ছে এই ছবির পর একটি কমেডি ছবিতেও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন দুই শিল্পী। সূত্রের খবর, ছবিটি তৈরি করবেন নতুন এক পরিচালক।
যদিও কথাবার্তা একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের একটি ছবি পোস্ট করে ‘আমার প্রিয় অভিনেতা’ বলে লিখেছিলেন রবিনা। সেটা দেখেই নাকি নির্মাতারা প্রস্তাব দেন তাঁদের দুজনকে। প্রসঙ্গত, নয়ের দশকে ‘আতিশ’, ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’ -র মতো সুপারহিট ছবিতে জুটি ছিলেন সঞ্জয় ও রবিনা।