Sambad Samakal

Booster Dose: কোভিড সংক্রমণের শিকার? কত দিন পরে নেবেন বুস্টার ডোজ?

Jan 21, 2022 @ 11:36 am
Booster Dose: কোভিড সংক্রমণের শিকার? কত দিন পরে নেবেন বুস্টার ডোজ?

কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া চলছে গোটা দেশজুড়ে। আর এই সময়েই করোনা সংক্রমণের শিকার হচ্ছেন অনেকে। কোভিড সংক্রমণের ঠিক কত দিন পরে নেওয়া যায় বুস্টার বা তৃতীয় ডোজ জানেন? চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত দ্বিতীয় ডোজের ৯ মাস পরে ভারতে বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। কিন্তু ৯ মাস পরে যদি আপনি কোভিড আক্রান্ত হন, তাহলে বুস্টার ডোজ নেওয়ার সময় আরও কিছুটা পিছিয়ে দেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণের অন্তত ৯০ দিন পরে নেওয়া উচিত বুস্টার ডোজ। তাহলেই শরীরে সঠিক পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে করোনার টিকা। তাই বুস্টার ডোজ নেওয়ার সময় চলে আসার পরেও যদি আপনি কোভিড আক্রান্ত হন, তাহলে অন্তত ৯০ দিন পিছিয়ে দিন সেই টিকা নেওয়ার সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *