ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। জানা গিয়েছে, শনিবার বিকেলে আফগানিস্তানের হেরাট প্রদেশে একটি জনবহুল স্থানে গাড়িতে মারাত্মক বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মহিলারাও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।
এই হামলার ঘটনার দায় এখনও কেউ শিকার না করলেও অভিযোগের তীর ইসলামিক স্টেটসের দিকে। এই মুহূর্তে আফগানিস্তানের ক্ষমতায় তালিবানরা। এর মধ্যেই দেশের বিভিন্ন প্রদেশে হিংসাত্মক ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। যা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও।