Sambad Samakal

Netaji: ২৩ জানুয়ারি দেশনায়ক দিবসের স্বীকৃতি চেয়ে কেন্দ্রকে আর্জি মমতার

Jan 23, 2022 @ 10:34 am
Netaji: ২৩ জানুয়ারি দেশনায়ক দিবসের স্বীকৃতি চেয়ে কেন্দ্রকে আর্জি মমতার

২৩ জানুয়ারি দিনটিকে দেশনায়ক দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। রবিবার, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে ফের কেন্দ্রের কাছে আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে টুইট করে নেতাজিকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সেই টুইটেই জাতীয় ছুটির দাবি তোলেন। টুইটে মমতা লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাব, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। এই দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করা হোক।’

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘১২৫তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ জানাই। নেতাজি আমাদের ন্যাশনাল তথা গ্লোবাল আইকন। তিনি অতুলনীয়। দেশপ্রেম, সাহসিকতা, দৃঢ় নেতৃত্ব এবং সৌভ্রাত্বেতর প্রতীক নেতাজি। দেশের মানুষের জন্য তিনি আদর্শ। পশ্চিমবঙ্গ তাঁর ১২৫তম জন্মজয়ন্তীকে সম্মানের সঙ্গে পালন করবে। দেশনায়ক দিবস হিসেবে বাংলায় এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। কোভিড বিধি মেনেই দেশনায়ককে শ্রদ্ধা জানানো হবে গোটা বাংলায়।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নেতাজিকে উৎসর্গ করে বাংলায় তৈরি হচ্ছে জয় হিন্দ বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে সম্পূর্ণ রাজ্য সরকারের খরচে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। নেতাজির আদর্শকে মাথায় রেখে জাতীয় প্ল্যানিং কমিশনের আদলে বাংলায় তৈরি হবে বেঙ্গল প্ল্যানিং কমিশন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *