রাতের কলকাতা শহরে জোড়া দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ কলকাতার যাদবপুর ও গোলপার্কে বেপরোয়া গাড়ির গতির বলি হলেন ১ ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে বাঘাযতীন এলাকায়। রাত ১১টা নাগাদ একটি গাড়ি রাস্তার পাশের চায়ের দোকানে ধাক্কা মারে। মৃত্যু হয় বছর ৫০ এর সমীর থমাস কর্মকার নামের এক ব্যক্তির। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৬ জন।
অন্যদিকে রাত ১১ টার পরে গোলপার্ক এলাকার ফুটপাথে একটি গাড়ি কয়েকটি দোকানে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হন নি। দুটি ঘটনায় পুলিশ মোট ৫ জনকে আটক করেছে।