দেশের কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখনও ৩ লক্ষের ওপরে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। যদিও এই সংখ্যা গতকালের তুলনায় ২৭ হাজার কম। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের।
করোনা সংক্রমণ থেকে শেষ চব্বিশ ঘণ্টায় মুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা রয়েছে ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫। দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ২০.৭৫ শতাংশ।