Sambad Samakal

Paray Shikhalaya: প্রাথমিকে পড়ুয়াদের পাড়ায় গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা, ঘোষণা ব্রাত্যর

Jan 24, 2022 @ 6:14 pm
Paray Shikhalaya: প্রাথমিকে পড়ুয়াদের পাড়ায় গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা, ঘোষণা ব্রাত্যর

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মাঝে কিছুদিনের জন্য স্কুল কলেজ খুললেও ঝুঁকি বেশি থাকার কারণে দু’বছরেরও বেশি সময় প্রাথমিকে বন্ধই রয়েছে স্কুল। আবার বয়সে অত্যধিক ছোট হওয়ায় প্রাথমিকের পড়ুয়াদের অনলাইন ক্লাস নেওয়াও সম্ভব হয়ে ওঠেনি। এদিকে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে তাই এবার প্রাথমিকের পড়ুয়াদের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রকল্পের নাম পাড়ায় শিক্ষালয়। শিক্ষামন্ত্রী জানালেন, এবার পাড়ায় পাড়ায় গিয়ে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ক্লাস নেবেন শিক্ষক-শিক্ষিকারা। মূলত, ৪ থেকে ৯ বছর বয়সী পড়ুয়াদের শিক্ষাদান চলবে এই নতুন পদ্ধতিতে।

সোমবার সল্টলেকের বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা দফতরের নয়া এই প্রকল্পের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, “৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।” মন্ত্রী জানিয়েছেন, এই কর্মসূচির সফল রূপায়ণের জন্য প্রায় ২ লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *