পেশায় তিনি কলকাতার একটি নামী মিশনারি কলেজের অধ্যাপিকা। রাস্তার কুকুরদের খাওয়াতে ভালোবাসেন। আর এই খাওয়ানোর জন্য যে তাঁকে এত বড় মাশুল দিতে হবে তা স্বপ্নেও ভাবেন নি তিনি। উত্তর কলকাতার চিৎপুর এলাকার উমাকান্ত সাহা লেনে কুকুরদের খাওয়ানোর জন্য শারীরিক নিগ্রহ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক অধ্যাপিকা। রবিবার ঘটনাটি ঘটার পরেই স্যোশাল মিডিয়ায় সরব হন তিনি। চিৎপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বিশ্বপ্রিয় রায়কে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, বহু বছর ধরে চিৎপুরের ওই এলাকায় বসবাস করতেন শারীরিক নিগ্রহের শিকার ওই অধ্যাপিকা। কিছু দিন হল অন্যত্র বসবাস করছেন। রবিবার উমাকান্ত সাহা লেনে রাস্তার কুকুরদের খাওয়ানোর সময়ে বিশ্বপ্রিয় রায় নামের এক ব্যক্তি তাঁর ওপর চড়াও হন। হাত ধরে মুচড়ে দেওয়া থেকে গায়ের শাল টেনে খুলে নেওয়া হয়। এমনকী ঘটনাস্থলে উপস্থিত অধ্যাপিকার স্বামীকেও নিগ্রত করা হয়।