অবশেষে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগে রেখেছে বিশেষজ্ঞদের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। গতকালের তুলনায় এই সংখ্যা ৫০ হাজারেরও বেশি কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ৬১৪ জনের।
এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা রয়েছে ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২। একদিনে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজারেরও বেশি মানুষ। দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৫.৫২ শতাংশে।