কয়লা কাণ্ডে ফের মন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠাল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আগামী ২ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে।
পুরভোটের ঠিক আগে ফের রাজ্যের আইন ও বিচার এবং পূর্তমন্ত্রীকে ইডির তলবের ঘটনায় ‘ষড়যন্ত্রের রাজনীতি’র অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মলয় ঘটকের আগের বয়ানে অসঙ্গতির জেরেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা।