ওয়েব সিরিজে অভিনয়ের নামে ডেকে এনে পর্ন শুট করানোর অভিযোগ তুললেন ২ যুবক। ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকায়। নাসিব আখতার নামের এক ব্যক্তির নামে ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ২ যুবক। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক প্রকার জোর করেই তাঁদের দিয়ে অশ্লীল ভিডিও শুট করানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই যুবক।
অভিযোগ, একটি বিদেশি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য শোভাবাজার এলাকার ২ যুবকের সঙ্গে যোগাযোগ করেন নাসিব আখতার নামের ওই ব্যক্তি। তারপর নিউটাউনে পর্ন ভিডও শুট করা হয়।
প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসেও নিউটাউন এলাকার একটি হোটেলে জোর করে পর্ন ভিডও শুট করার অভিযোগ উঠেছিল। সেই সময় অভিযান চালিয়ে বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। ফের প্রায় একই ধরনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।