Sambad Samakal

Governor: রাষ্ট্রপতির কাছে বাংলার রাজ্যপালকে অপসারণের দাবি তৃণমূলের

Jan 31, 2022 @ 5:07 pm
Governor: রাষ্ট্রপতির কাছে বাংলার রাজ্যপালকে অপসারণের দাবি তৃণমূলের

রাষ্ট্রপতির কাছে বাংলার রাজ্যপালের অপসারণ দাবি করল তৃণমূল। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা করেছিল, এবার তারা রাজ্যপালের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সংসদেও সরব হবে। সোমবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভাষণ শেষে সমস্ত দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করার সময় তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে বাংলার রাজ্যপালের অপসারণ দাবি করেন।

সংসদ সূত্র খবর, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে বলেন, গণতন্ত্রের স্বার্থেই বাংলার রাজ্যপালের অপসারণ প্রয়োজন। যদিও সুদীপের কথার পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে পুনরায় নিজের স্থানে ফিরে যান। রাজনৈতিক মহলের মতে, বাংলার রাজ্যপালের অপসারণের দাবিতে এবার জোরদার ভাবে মাঠে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *