কেন্দ্রীয় বাজেটকে “ফাঁপা বাজেট” বলে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রায় দেড় ঘণ্টার বাজেট বক্তৃতা শেষ করতেই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার যুক্তি, বহু প্রশ্নের উত্তর নেই এই বাজেটে। অধরা বেশ কিছু প্রত্যাশিত বিষয়। টুইটে বাজেটকে ‘শূন্য, ফাঁপা’ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি লিখেছেন, ”এই বাজেট থেকে আমজনতার প্রাপ্তি শূন্য। সরকারের বড় বড় কথা পুরোপুরি সারমর্মহীন। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষ। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।”