প্রত্যাশা মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। কর্মীরা আরও একবার বুঝিয়ে দিলেন, ‘দলে দিদির নেতৃত্বই শেষ কথা।’
বুধবার দুপুরে নেতাজি ইনডোরে নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, “মোট বৈধ ৪৮টি প্রপোসার সেকেন্ডারের নমিনেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জমা পড়েছে। আর কোনও নমিনেশন যেহেতু পড়েনি, এর ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করছি।”
দলের সাংগঠনিক নির্বাচন ঘিরে বুধবার সকাল থেকেই তৃণমূলের অন্দরে প্রস্তুতি ছিল তুঙ্গে। সকালেই সুব্রত বক্সি সহ তৃণমূলের একাধিক নেতা চলে আসেন নেতাজি ইন্ডোরে। শুরু হয় নাম নথিভুক্ত করার কাজ। অংশ নেন প্রায় দেড় হাজার প্রতিনিধি। তবে দলের চেয়ারপার্সন হিসাবে দ্বিতীয় কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শেষবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছিল ২০১৭ সালে।