ফেব্রুয়ারি মাসের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। বেলা বাড়লেও আংশিক মেঘলাই থাকবে কলকাতার আকাশ। ফলে ঠান্ডার আমেজ অনেকটা কমে যেতে পারে। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।