Sambad Samakal

Human Skeleton: আলিঙ্গনরত নর-কঙ্কালদ্বয়! সমাধিস্থ হয়েছিল কীভাবে?

Feb 4, 2022 @ 7:10 pm
Human Skeleton: আলিঙ্গনরত নর-কঙ্কালদ্বয়! সমাধিস্থ হয়েছিল কীভাবে?

মৃত্যুর পরেও আলিঙ্গনে আবদ্ধ দু’জন। চুম্বনের জন্যই যেন মুখ দুটি পরস্পরের দিকে এগিয়ে এসেছে। ১৯৭২ সালে ইরানের তেপে হাসানালুতে এমনই একজোড়া নরকঙ্কাল খুঁজে পেয়েছিলেন রবার্ট ডাইসন। আর সেই থেকে বিতর্কের শেষ নেই। বিতর্কের সবথেকে বড় কারণ, দুটি কঙ্কালই পুরুষের।

মৃত্যুর সময় যাদের বয়স ছিল ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আনুমানিক ৮০০ খ্রিষ্টপূর্বাব্দে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান দুজনেই। ওই অঞ্চলে আরও ৮০০টির মত কঙ্কাল পাওয়া গেলেও এই দুটিকে পাওয়া যায় মাটির নীচের একটি গর্ত থেকে। তাহলে কি সমকামী হওয়ার অপরাধেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল? ২৮০০ বছরের পুরনো ইতিহাস ঘিরে আজও রহস্যই থেকে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *